Site icon Jamuna Television

হাতিয়ায় নৌকা ডুবিতে নিহত ১, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে একজন নিহত হয়েছে ও নিখোঁজ রয়েছে একজন। এছাড়া জীবিত উদ্ধার হয়েছে ১১ জন।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নিঝুম দ্বীপের সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডিকলার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ফিশিং নৌকা ডুবির ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহত জেলে বেচন (২৩) এর মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। সে জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। অন্যদিকে নিখোঁজ রয়েছে জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবের’র ছেলে মো. সোহাগ (১৩)।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশ। গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার ফিশিং নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিল। এদের মধ্যে ১ জন এখনো নিখোঁজ রয়েছে, ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

ইউএইস/

Exit mobile version