Site icon Jamuna Television

টাঙ্গাইলে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবা- ছেলেকে আটক

৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী জয়পুর হাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত মহির উদ্দিন প্রামাণিক এর ছেলে মো. বাবলু প্রামাণিক (৪৮) এবং বাবলু
প্রামাণিকের ছেলে মো. সাইদী প্রামাণিক (২২) কে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

ইউএইস/

Exit mobile version