Site icon Jamuna Television

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও এক লাশ উদ্ধার, মৃত বেড়ে ৩৪

২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া লঞ্চ 'মর্নিং বার্ড'

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ডুবে থাকা লঞ্চটির পাশে লাশটি ভেসে ওঠে। এ নিয়ে ৩৪ জনের লাশ উদ্ধার হলো।

নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার আজাদ হোসেন ভেসে ওঠা লাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজের তথ্য থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

এদিকে, মর্নিং বার্ডকে ধাক্কা দেয়া ‘ময়ূর-২’ লঞ্চের মালিক, মাস্টার, চালকসহ ৭ জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায়। এজাহারে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। গত রাতেই, ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার ৩২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সকালে সদরঘাটের উল্টো পাশে ডুবে যায় মর্নিং বার্ড।

ইউএইস/

Exit mobile version