Site icon Jamuna Television

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ৩ সেনাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার

রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় তাদের ৩ সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমারের সামরিক আদালত। মঙ্গলবার সেনা প্রধানের অফিস থেকে জানানো হয়, সামরিক আদালতে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে, শাস্তি পাওয়া সেনা কর্মকর্তাদের পরিচয়, তাদের অপরাধ ও শাস্তি সম্বন্ধে কিছু জানানো হয়নি।

এই বিচারিক কার্যক্রমকে নজিরবিহীন বলছে দেশটির সেনাবাহিনী। তবে অভিযুক্তদের কী ধরনের শাস্তির আওতায় আনা হচ্ছে সেটি বিস্তারিত জানায়নি নেইপিদো।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ইস্যুতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগ অভিযুক্ত রয়েছে মিয়ানমার। এ ঘটনায় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Exit mobile version