Site icon Jamuna Television

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া নিষেধ

মহামারির প্রাদুর্ভাব রুখতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে। সীমিত চলাচলের নতুন নির্দেশনায় বাড়ির বাইরে থাকার সময় ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাসে রেকর্ড মৃত্যুর দিনে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না।

বরাবরের মতো বাড়ির বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছে। এসব স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবারের নির্দেশনায় আরও বলা হয়েছে, হাট-বাজার, দোকানপাট এবং শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

Exit mobile version