Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে বারডেম হাসপাতালের অস্থায়ী চিকিৎসকদের কর্ম বিরতি

বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ ও সুরক্ষা সামগ্রী সরবরাহ করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বারডেম হাসপাতালের অস্থায়ী চিকিৎসকরা। আজ বুধবার সকালে হাসপাতাল চত্ত্বরে কর্মবিরতি অংশ হিসেবে মানববন্ধনও করেন তারা।

এদিকে, চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। মহামারির এই দুযোর্গকালে অনেকেই এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। হঠাৎ কর্মবিরতিতে ক্ষুব্ধ তারা। অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসরা বলছেন, করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিলেও, কর্তৃপক্ষ তাদের বেতন কমানোসহ নানা প্রতিকূল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।

৫৭১ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী।

Exit mobile version