Site icon Jamuna Television

কেউ না আসায় বাড়ির ফ্রিজে করোনা রোগীর মৃতদেহ সংরক্ষণ

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর থানা, পৌরসভা ও স্বাস্থ্য ভবনে জানানোর পর কেউ না আসায় ৪৪ ঘণ্টা ধরে বাড়িতে মৃতদেহ পরে থাকে। পরে পরিবারের সদস্যরা বাড়িতেই ফ্রিজে লাশ সংরক্ষণ করে। এ ঘটনা ভারতের কলকাতার আমর্হাস্ট স্ট্রিটের। খবর জি নিউজ।

জানা যায়, আমর্হাস্ট স্ট্রিটের ওই বাসিন্দা সোমবার দুপুর ৩টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান বাড়িতেই। এরআগে সকালেই করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ল্যাবে। হাতে রিপোর্ট আসার অপেক্ষা করে পরিবারের সদস্যরা। এসময় পরিবারের পক্ষ থেকে লাশ সংরক্ষণের জন্য থানা, স্বাস্থ্য ভবন, কলকাতা পৌরসভা যোগাযোগ করেন কিন্তু কোন জায়গা থেকে সাহায্য মেলেনি। এদিকে লাশে পচন ধরে। পরে ঘরের ফ্রিজেই লাশ সংরক্ষণ করা হয়।

পরে মঙ্গলবার রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ আসে। বুধবার সকালে কলকাতা পৌরসভা ওই ব্যক্তির লাশ নিয়ে যায়।

মৃতের ছেলে বলেন, “বাবার মৃতদেহ দুদিন ধরে চোখের সামনে বাড়িতেই রয়েছে। যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন। অসহায় লাগছে। কি করবো বুঝতে পারছিনা। সুরক্ষার বিষয়ে রয়েছে। অন্যান্য প্রতিবেশী এবং এখানকার সকলের সব নিয়ে চিন্তিত আমরা।

Exit mobile version