Site icon Jamuna Television

‘লাভ ফর চট্টগ্রাম’ এর মেডিকেল সামগ্রী বিতরণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মেডিকেল সামগ্রী বিতরণ করেছে লাভ ফর চট্টগ্রাম নামে একটি সংগঠন।মেডিকেল সামগ্রীর মধ্যে রয়েছে- ৭.২ কিউবিক মিটারের ১০টি অক্সিজেন সিলিন্ডার, এন৯৫ মাস্ক, পিপিই ও নন রিব্রিদেবল মাস্ক।

লাভ ফর চট্টগ্রামের পক্ষে এই মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন আর্কিটেক্ট আশিক ইমরান, ফিনলে প্রপার্টিজের এমডি মোফাক্ষারুল ইসলাম এবং ব্যবসায়ী ও চট্টগ্রাম বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য আতাউল হাকিম খসরু। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পক্ষে সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ ও জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মোহাম্মদ নুরুল আমিন উপস্থিত ছিলেন।

লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল বলেন, আমাদের এ প্রচেষ্টা শুরু হলো মাত্র। আমাদের জন্মস্থান চট্টগ্রামকে অনেক কিছু দেয়ার আছে। প্রাপ্তির চিন্তা না করে চট্টগ্রামের মানুষের জন্যে কিছু করতে পারলে আমাদের জীবন সার্থক হবে। এজন্যেই সারাবিশ্বে ছড়িয়ে থাকা চট্টগ্রামে জন্ম নেয়া সফল বন্ধু ও ব্যক্তিত্বদের আমরা এক করেছি। আমরা চাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামের সকল কৃতি মানুষেরা চট্টগ্রামের এ দুঃসহ সময়ে মেধা, অর্থ এবং কাজ দিয়ে চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বড় করে তুলুন।

আর্কিটেক্ট আশিক ইমরান বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করা। জেনারেল হাসপাতালের পর আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের প্রয়োজন নির্ধারণ করে সাধ্যমত সাহায্য করবো।

জেনারেল হাসপাতালের পক্ষে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার জন্যে চট্টগ্রামের সকল সফল ব্যক্তিত্বদের এগিয়ে আসার অনুরোধ জানান এবং লাভ ফর চট্টগ্রাম এর এই উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

Exit mobile version