Site icon Jamuna Television

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যর্থ বলার সময় এখনও আসেনি: তথ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যর্থ বলার সময় এখনও আসেনি। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করবেন কিনা তা প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার আন্তরিকতার সাথে সমন্বিত ভাবে করোনা সংকট মোকাবেলায় কাজ করছে।

মন্ত্রী বলেন, দেশের সীমিত সামর্থ নিয়ে সরকার করোনাভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানায় থাকা পাটকল বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এই শিল্পকে রক্ষায় সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যারা সমালোচনা করছেন তারা দেশের অগ্রগতি চায় না বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

Exit mobile version