Site icon Jamuna Television

হলিউডের কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার আর নেই

ছবি সংগৃহীত

চলে গেলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ল রেইনার। তার বয়স হয়েছিল ৯৮ বছর। খবর এমবিএস এর।

খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে নিজের বাড়িতে সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে বিনোদন জগতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন রেইনার। সাম্প্রতিক বছরে তিনি জর্জ ক্লুনি অভিনীত ‘ওসিনস ইলেভেন’ সিনেমা এবং ‘ব্রডওয়ে: বিয়ন্ড দ্য গোল্ডেন এজ’ ও ‘ইফ ইউ’র নট ইন দ্য ওবিট, ইট ব্রেকফাস্ট’ ডকুমেন্টারিতে অভিনয় করেছেন।

চিত্রপরিচালক হিসেবেও সফল রেইনার। তার পরিচালিত ‘ওহ, গড!’ সিনেমায় অভিনয় করেছিলেন জর্জ বার্নস ও জন ডেনভার, ‘অল অব মি’ সিনেমায় অভিনয় করেন স্টিভ মার্টিন ও লিলি টমলিন। কার্ল রেইনারের আত্মজীবনীভিত্তিক উপন্যাস ‘এন্টার লাফিং’ নিয়ে সিনেমা ও ব্রডওয়ে শো নির্মিত হয়।

এদিকে, বর্ষীয়ান অভিনেতার চিরবিদায়ে শোকাহত হলিউড। একে একে শোকবার্তা প্রকাশ করছেন তারকারা।

ইউএইস/

Exit mobile version