Site icon Jamuna Television

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা। নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৩১ বল আগেই লক্ষ্য পাড়ি দেয় লঙ্কানরা।

টস জিতে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে দলটি। তবে পঞ্চম উইকেটে ৬৬ রান যোগ করেন ব্রেন্ডন টেইলর ও ম্যালকম ওয়ালার। এরপর আবার ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬ বল বাকি থাকতেই ১৯৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন টেইলর। থিসারা পেরেরা ৪ ও নুয়ান প্রদীপ নেন ৩ উইকেট। জবাবে কুশল পেরেরার ৪৯, দিনেশ চান্দিমালের অপরাজিত ৩৮ আর থিসারা পেরেরার ৩৯ রানে জয় পেতে কষ্ট হয়নি শ্রীলঙ্কার। ৩ ম্যাচ শেষে দুদলেরই এখন সমান একটি করে জয়। এদিকে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুলের।

Exit mobile version