Site icon Jamuna Television

জয়ার যে পাঁচ ছবি করোনায় আটকে আছে

ছবি: সংগৃহীত

করোনার কারণে আটকে আছে জনপ্রিয় অভিনেত্রী জয়ার পাঁচ ছবি। ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।

এরইমধ্যে প্রথম তিনটি কলকাতার, শেষ দুটি বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। কিন্তু ঢাকা ও কলকাতা- ছবি মুক্তির ব্যাপারে কোনো ইন্ডাস্ট্রিতেই সুখবর নেই। ছবিগুলো প্রসঙ্গে জয়া আহসান বলেছেন, ‘প্রত্যেকটি ছবির গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ।

তিনি জানিয়েছেন, ‘আমার ভক্ত দর্শক ছবিতে আমার গল্প নির্বাচন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। এ ছবিগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি ছবিতেই আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পেতেন।
যেহেতু এখন সারা বিশ্বই করোনা পরিস্থিতির কারণে থমকে আছে, যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার, সেখানে আসলে সিনেমা মুক্তির কথা আলোচনা করাটা বেমানান।’

ইউএইস/

Exit mobile version