Site icon Jamuna Television

হোটেলে নিরাপদে থাকতে যা করবেন

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাসেরও বেশি সময় লকডাউন থাকার পর ভ্রমণে যাচ্ছেন অনেকে। এজন্য প্রায় সবাইকে এখন হোটেলে থাকতে হচ্ছে। কিন্তু হোটেলে থাকা নিরাপদ নয়, কারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিরাপদে থাকতে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে কিছু বিষয়।

হোটেলে রুম বুকিং: হোটেলে রুম বুকিংয়ের আগে দেখে নিন সেখানে করোনা থেকে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় নিয়মগুলো মানা হচ্ছে কিনা। সম্পূর্ণ সুরক্ষাব্যবস্থা থাকলেই রুম বুক করুন।

মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন: সংক্রমণ রোধে হোটেলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। নিজের কাছে অনেক মাস্ক ও গ্লাভস রাখুন। প্রয়োজনে পরিবর্তন করুন। ব্যবহৃত গ্লাভসগুলো কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে তার পর ধুয়ে নিন।

রুম স্যানিটাইজ করিয়ে নিন: হোটেল স্টাফদের বলে রুমে প্রবেশের আগে পুরোপুরি স্যানিটাইজ করিয়ে নিন।

বাড়ি থেকে বিছানার চাদর নিয়ে যান: এই সময় হোটেলের বিছানার চাদর ব্যবহার না করাই ভালো। সুরক্ষিত থাকতে বাড়ির বিছানার চাদর ব্যবহার করুন।

হোটেলের ক্যান্টিনে খাবেন না: খাওয়ার প্রয়োজন হলে রুমে বসেই খাবার খান। এ সময় হোটেলের ক্যান্টিনে বসে খাওয়া নিরাপদ নয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিন: সংক্রমণ থেকে নিরাপদ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

Exit mobile version