Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজার

ভারতে করোনায় মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজার

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৪৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। মোট প্রাণহানি ১৭ হাজার ৮শ’ ছাড়িয়েছে। ১৯ হাজার ৪শ’ নতুন সংক্রমণের পর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।

সংক্রমণে চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে আরও ২৪৫ জনের মৃত্যুর পর প্রাণহানি দাঁড়িয়েছে ৭ হাজার সাড়ে ৮শ’য়ের ওপর। একদিনে প্রায় ৪ হাজার ৯শ’ মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯ এ।

তামিলনাড়ুতে একদিনে সংক্রমিত প্রায় ৪ হাজার। রাজধানী নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজারের বেশি।

এদিকে বিহারে একটি বিয়ের আসরে অংশগ্রহণকারী শতাধিক মানুষের দেহে মিলেছে করোনার উপস্থিতি। দু’সপ্তাহ আগে আলোচিত ওই বিয়ের দু’দিনের মাথায় মৃত্যু হয় করোনা আক্রান্ত বরের।

Exit mobile version