Site icon Jamuna Television

প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ

এবার দিল্লির সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেয়া হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। আগামী ১ আগস্টের মধ্যে তাকে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। এ ছাড়া বাড়ি বাবদ তার কাছ থেকে তিন লাখ ৪৬ হাজার রুপি পাওনা রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে লোদি রোডে সরকারি বাংলোটি পান প্রিয়ঙ্কা গান্ধী। এখন স্পেশাল প্রটেকশন গ্রুপ সিকিউরিটি না থাকায় বাংলোটিতে থাকার অধিকার তার নেই।

Exit mobile version