Site icon Jamuna Television

রাজধানীর প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় ঘিরে রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর প্রবেশপথসহ নগরী ঘিরে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

দেশের বিভিন্ন জেলা শহর থেকে আগত বাসসহ অন্যন্য গাড়িতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও রয়েছে পুলিশের বাড়তি নজরদারিও। কাউকে সন্দেহজনক মনে করলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজধানীর বিভিন্ন চেকপেষ্টগুলোতে বসানো হয়েছে আধুনিক সরঞ্জাম। পুলিশ শীর্ষ কর্মকর্তারা বলছেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগরীতে যেন কোন নাশকতা হতে না পারে তার জন্যই এ তৎপরতা। যেকোন ধরনের নাশকতা হলে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Exit mobile version