Site icon Jamuna Television

করোনা ইস্যুতে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনাভাইরাস ঠেকাতে দায়িত্বে পালনে ব্যর্থতা ও লকডাউনের নির্দেশনা ভঙ্গ করায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। খবর বিবিসি।

পদত্যাগের বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় যে সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।

নিউজিল্যান্ডে করোনাভাইরাস নির্মূল করার লক্ষ্যে কঠোর লকডাউন দিয়েছিল দেশটির সরকার। জুন মাসেই বেশ কিছু পদক্ষেপ সফল প্রমাণিত হয়। তবে সম্প্রতি কিছু ঘটনায় নিউজিল্যান্ড তার ভাইরাস মুক্ত অবস্থান থেকে সরে আসার একটা সম্ভাবনা দেখা গিয়েছে।

জানা যায়, একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই আইসোলেশন থেকে মুক্ত করে দেয়া হয় দুইজনকে। পরবর্তীতে তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। এই ঘটনায় সমালোচনায় পড়ে নিউজিল্যান্ড সরকার। এছাড়া করোনাকালে লকডাউন ভেঙে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বিতর্কিত হন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।

এরপরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগ করেন।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১৫২৮ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২২ জন মারা গেছেন।

Exit mobile version