Site icon Jamuna Television

কারফিউ অমান্য করে পার্টি করায় ছেলেকে পুলিশে দিলেন মেয়র

লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর মতো কলম্বিয়াতেও দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। তাই ভাইরাস প্রতিরোধ করতে দেশটিতে জারি করা হয় কারফিউ। কিন্তু কারফিউ অমান্য করে উত্তরাঞ্চলীয় আটলান্টিকো রাজ্যের উয়ান ডে অ্যাকোস্টা শহরের মেয়র কার্লোস হিগিনসের ছেলেসহ তিনজন ‘ফাদারস ডে’ উপলক্ষে পার্টি করেছিলেন। এই অপরাধে ছেলে সহ তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছেন মেয়র। খবর বিবিসি’র।

মেয়র হিগিনস তার ছেলে, ভাগ্নে এবং তাদের এক বন্ধুকে নিজেই পুলিশ স্টেশনে নিয়ে যান এবং যথাযথ শাস্তি দেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন। মূলত পরিবার ও স্বজনদের আইনের প্রতি শ্রদ্ধাশীল করতেই তার এমন উদ্যোগ বলে জানা গেছে।

তার মতে, ‘সবার আগে আমার স্বজনদেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি তাদের জন্য আমার গ্রামবাসীদের জীবন ঝুঁকিতে ফেলতে দেব না।’

স্থানীয় অধিবাসীরা যেন আইন মেনে চলেন সেই দৃষ্টান্ত স্থাপন করতেই নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন কার্লোস হিগিনস।

Exit mobile version