Site icon Jamuna Television

সমালোচনা এড়াতেই তড়িঘড়ি করে বাজেট পাস: ফখরুল

সমালোচনা এড়াতেই তড়িঘড়ি করে বাজেট পাস করা হয়েছে এমন অভিযোগ করে বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি।

সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বাজেট মানুষের নাভিশ্বাস বাড়াবে। ভেঙে পড়বে অর্থনীতি। স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে আপদকালীন বাজেট করার প্রয়োজন ছিলো বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, সংকটকালীন সময়েও বাজেটে হতদরিদ্রদের জন্য সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক নির্ধারণ করায় সারা দেশে সমালোচনা হলেও তা কমায়নি সরকার।

ফখরুল অভিযোগ করেন, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর যে তথ্য দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিং থেকে তাতেও জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে বলেন সেখানেও মিথ্যা তথ্য দেয়া হচ্ছে।

Exit mobile version