Site icon Jamuna Television

দেশে দেড় লাখ করোনা রোগীর এক লাখই আক্রান্ত জুন মাসে

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীর চাপ আগের চেয়ে বেড়েছে। ফাইল ছবি

দেশে আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনা রোগী ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এবং মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯২৬ জন। পরিসংখ্যানে দেখা গেছে, মোট যত রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে তার অধিকাংশ ঘটেছে গত জুন মাসেই।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১ এপ্রিল পর্যন্ত ২৩ দিনে ৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে ১ মে সংখ্যাটি ৮ হাজার ছাড়ায়। ১ জুন পর্যন্ত শনাক্তের সংখ্যা ছিল ৪৯ হাজার ৫৩৮ জন। ১ জুলাই পর্যন্ত শনাক্ত হয় ১ লাখ ৪৯,২৫৮ জন।

পরিসংখ্যানে দেখা যায়, ১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৯৯ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হয়, যা মোট আক্রান্তের ৬৬ দশমিক ৮১ ভাগ।

এ বছরের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। ১ এপ্রিল পর্যন্ত ২৩ দিনে মারা যায় ৬ জন। এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ১৭০ জন, ১ জুন পর্যন্ত ৬৭২ জন মারা যায়। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯২৬ জন। গত এক মাসেই মারা গেছেন ১ হাজার ২১৬ জন, যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৪১ শতাংশ।

গত ৩১ মে সাধারণ ছুটি তুলে দেয় সরকার।

টিবিজেড/

Exit mobile version