Site icon Jamuna Television

একদিনে ৫১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো যুক্তরাষ্ট্রে

একদিনে রেকর্ড ৫১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো যুক্তরাষ্ট্রে। মারা গেছেন আরও ৬৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩১ হাজারের কাছাকাছি। সংক্রমিত ২৭ লাখ ৮০ হাজার।

নতুনভাবে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ায় হু হু করে বাড়ছে সংক্রমণ। রাজ্যেগুলোয় খোলা হয়েছে গণহারে নমুনা পরীক্ষার কেন্দ্র। সেখানে সামাজিক দূরত্ব রক্ষায় গাড়িতে বসেই নমুনা দিতে পারবেন আগ্রহীরা। লকডাউন প্রত্যাহারের পর আবারও শহরগুলোতে বৃদ্ধি করা হয়েছে কড়াকড়ি। এরই ধারাবাহিকতায় মাস্ক পরিধাণ নিয়ে সুর পাল্টালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, মাস্ক পড়তে সমস্যা নেই। জন-সমাবেশে গেলে আমিও পড়বো। জনগণের ব্যাপারেও বাধ্যবাধতা নেই। তবে, আমার প্রশাসনিক দক্ষতার কারণেই সবাই সহজে করোনা পরীক্ষা করাতে পারছেন।

Exit mobile version