Site icon Jamuna Television

তাইওয়ানে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২

তাইওয়ানে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছে ২ জন ; আহত দুই শতাধিক। মঙ্গলবার রাতে দেশটির হালিয়েন শহরে এ কম্পন অনুভূত হয় দেশটিতে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনে শহরটির বেশিরভাগ বহুতল ভবনই ধসে গেছে। ধ্বংসস্তুপে অনেকে চাপা পড়লেও উদ্ধারকর্মীদের তৎপরতার দ্রুততার সাথে বের করে আনা হয় তাদের।স্বেচ্ছাসেবীদের পাশাপাশি এরই মধ্যে মাঠে নেমেছে সেনাসদস্যরাও।

তবে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাইওয়ানের জনপ্রিয় এই পর্যটন শহরের বাসিন্দাদের। ভূমিকম্পের পরপরই কয়েকদফা আফটারশক অনুভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

Exit mobile version