তাইওয়ানে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছে ২ জন ; আহত দুই শতাধিক। মঙ্গলবার রাতে দেশটির হালিয়েন শহরে এ কম্পন অনুভূত হয় দেশটিতে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনে শহরটির বেশিরভাগ বহুতল ভবনই ধসে গেছে। ধ্বংসস্তুপে অনেকে চাপা পড়লেও উদ্ধারকর্মীদের তৎপরতার দ্রুততার সাথে বের করে আনা হয় তাদের।স্বেচ্ছাসেবীদের পাশাপাশি এরই মধ্যে মাঠে নেমেছে সেনাসদস্যরাও।

