Site icon Jamuna Television

মেক্সিকোতে মাদক নিরাময় কেন্দ্রে এলোপাথাড়ি গুলি, ২৪ জন নিহত

মেক্সিকোয় মাদক নিরাময় কেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭ জন। স্থানীয় সময় বুধবার রাতে মেক্সিকোর ইরাপুয়াতো শহরে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত দু মাসে ইরাপুয়াতোতে এ ধরনের হামলার ঘটনা দ্বিতীয়বার ঘটল। এরআগে ৬ জুন একটি মাদক নিরাময় কেন্দ্রে তাণ্ডব চালায় বন্দুকবাজেরা। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল।

আরও জানায়, সশস্ত্র দলটি একটি লাল ট্রাকে করে ওই কেন্দ্রে পৌঁছে রোগীদের দিকে কয়েক দফা টানা গুলি ছুঁড়ে। এরপরেই তারা পালিয়ে যায়। গুলিতে আহত ব্যক্তিদের দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

কেন এই হামলা করা হল, এ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version