Site icon Jamuna Television

সৌদির তেল-স্থাপনায় হামলার পিছনে ইরান জড়িত: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় ইরানের সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নতুন এক তদন্ত রিপোর্টে হামলায় ইরান জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আরব নিউজের।

ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঠিক আগে এমন খবর দেশটির ওপর নিঃসন্দেহে নতুন করে আরও নেতিবাচক প্রভাব ফেলবে। এ বছরের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে ওই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা।

তদন্ত রিপোর্টে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে। ইসলামি এ প্রজাতন্ত্রের এ দেশটি ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়নের পাশাপাশি অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদির বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রথম থেকেই ওই হামলার পেছনে ইরানের হাত আছে বলে দাবি করলেও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সংবাদ সম্মেলন করে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন।

ইউএইস/

Exit mobile version