Site icon Jamuna Television

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ডিসের তার ভেবে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সাগর
হোসেন (১৫) নামের এক কিশোর।

সে কালীগঞ্জের ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার বুুজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর বালিমাটি বহন করা ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিল। বৃহস্পতিবার সকালে সাগর বালির ট্রাক্টরের ওপরে বসে বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বোরাক আলীর বাড়িতে যাচ্ছিল। গ্রামের মধ্যে ঢুকার পর সড়কের ওপরে পরে থাকা বিদ্যুতের তার ট্রাক্টরের সামনের দিক আটকে যায়। এ সময় সাগর ডিসের তার ভেবে হাত দিয়ে বিদ্যুতের তার সরাতে গেলেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি মো. মাহাফুজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএইস/

Exit mobile version