Site icon Jamuna Television

ঋণপত্র ছাড়াই চুক্তির মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়ালো

ঋণপত্র ছাড়া চুক্তির মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে মূল্য পরিশোধের নিশ্চয়তা সাপেক্ষে বাকিতে পণ্য রপ্তানি করতে পারবে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান। বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় ব্যাংকটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্যাক্টরিং কম্পানি, বিদেশি ব্যাংক, বাণিজ্য অর্থায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। বিদেশি আমদানিকারক প্রতিষ্ঠান পরিশোধ করতে ব্যর্থ হলে, ঝুঁকি গ্রহণকারী প্রতিষ্ঠান রপ্তানিমূল্য পরিশোধ করবে।

বিদেশি উৎসের পরিশোধ নিশ্চয়তা বা ঝুঁকিবিমা থাকা সাপেক্ষে, স্থানীয় ব্যাংকগুলোও তাদের নিজস্ব বৈদেশিক মুদ্রার অব্যহৃত অংশ দিয়ে আগাম পরিশোধের ব্যবস্থা নিতে পারবে।

Exit mobile version