Site icon Jamuna Television

শুকনা কাশি থেকে রক্ষা পেতে খেতে পারেন এলাচি

করোনাভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ শুকনা কাশি। কিন্তু শুকনা কাশি হলেই যে করোনা আক্রান্ত করেছে এমনটা ভাবা ভুল। নানা কারণে শুকনা কাশি হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এলাচি খেতে পারেন।

অ্যান্টি অক্সিডেন্টে ভরা এলাচি জীবানুনাশকও। গলা ব্যথা এবং শুকনা কাশি হলে চিকিৎসকের কাছে না গিয়ে এলাচিকে কাজে লাগান। এমনকী ক্লান্তি দূর করতেও এলাচি দেওয়া চায়ের জুড়ি মেলা ভার।

এক কাপ গরম পানিতে মধু এবং বেশ কয়েকটি ছোট এলাচি দিন। এবার তা পান করুন। কয়েকদিন পান করলেই কমে যাবে গলা ব্যথা। রেহাই পাবেন শুকনা কাশি থেকেও।

এলাচি মুখে রাখলেও শুকনো কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শুধু কাশিই নয়, হজম ক্ষমতাও বাড়াতে পারে এলাচি।

Exit mobile version