Site icon Jamuna Television

ট্রাকের ধাক্কায় নসিমনের চালকসহ নিহত তিন

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহা সড়কের তাড়াশ উপজেলার মান্নান নগরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালকসহ ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন গুরুদাসপুর উপজেলার দড়ি বামনপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মনিরুল শাহ, আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় তাড়াশের মান্নান নগরে একটি বিকল হয়ে পড়া নসিমন গাড়ি মেরামত করার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় নসিমনের চালকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইন চার্জ(ওসি) নূরনবী প্রধান বলেন, হাইওয়ে থানার পুলিশ ইতোমধ্যেই নিহতদের নাম পরিচয় সনাক্ত করেছে।

Exit mobile version