Site icon Jamuna Television

লাদাখ সীমান্তে উত্তেজনা, ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত

লাদাখ সীমান্তে চীনের সাথে উত্তেজনার মধ্যেই ২১টি মিগ-২১ এবং ১২টি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান কিনছে ভারত। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর এই সময়।

এছাড়া বৈঠকে বিমান বাহীনির ৫৯টি মিগ-২৯ যুদ্ধ বিমানের আধুনিকিকরণের প্রস্তাবও পাস করা হয়েছে।

জানা যায়, নতুন যুদ্ধবিমান কেনা এবং আধুনিকিকরণে মোট খরচ ধরা হয়েছে ৩৮,৯০০ কোটি টাকা।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫তম বর্ষপূর্তি ও সংবিধান সংশোধনে গণভোটে জয়ের জন্য পুতিনকে অভিনন্দন জানায় মোদী।

Exit mobile version