Site icon Jamuna Television

চার দিন বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক, বিকল্প পথে যান চলাচল

সিলেট ব্যুরো

জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু চারদিন বন্ধ থাকবে। সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সব ধরনের যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, ৩ জুলাই ভোর ৬ টা থেকে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭ তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত করা হবে। কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

Exit mobile version