Site icon Jamuna Television

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী আর নেই

প্রবীণ সাংবাদিক, প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

কর্মজীবনে ফারুক কাজী বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন।

Exit mobile version