Site icon Jamuna Television

সেনাপ্রধানসহ লাদাখে গেলেন নরেন্দ্র মোদি

সীমান্ত উত্তেজনার মধ্যে লাদাখে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে তিনি এই সফর করেন। মোদির সাথে রয়েছেন সেনা প্রধান এমএন নারাভানে ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। মূলত সেনাদের মনোবল বাড়াতে তার এই লাদাখ সফর। খবর হিন্দুস্থান টাইমস।

এমন সময় নরেন্দ্র মোদি লাদাখ সফর করলেন যখন গালওয়ান সংঘর্ষের পর ভারতীয় এবং চিনা সেনাদের মধ্যে চলছে বৈঠক। গতকাল এক বৈঠকে ৩৩ টি সামরিক বিমান কেনার অনুমোদন দিয়েছে ভারত।

যদিও আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ সফরের কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ সকালে রাজনাথের বদলে লাদাখ সফর করেন নরেন্দ্র মোদি।

গত ১৫ জুন লাদাখের গালওয়ানে ভারত-চীন সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সেনা মারা যান, প্রাণ হারায় বেশ কয়েকজন চীনা সেনা।

Exit mobile version