Site icon Jamuna Television

এক মাসে যুক্তরাষ্ট্রে রেকর্ড কর্মসংস্থানের ব্যবস্থা

এক মাসে রেকর্ড কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন শ্রম বিভাগের তথ্য মতে, গেলো জুনে শ্রমবাজারে যোগ দিয়েছেন ৪৮ লাখ মানুষ।

জুনে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এর আগে মে মাসে বেকার তালিকা থেকে বের হয়েছেন ২৫ লাখ মানুষ। দু’মাসে নতুন কর্মসংস্থান বাড়লেও মহামারি পূর্ব সময়ের তুলনায় তা অন্তত দেড় কোটি কম। এই মুহূর্তে দেশটির বেকারত্বের হার ১১ শতাংশের কিছু বেশি বলে জানিয়েছে শ্রম বিভাগ।

যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয়ের পরিমাণও বেড়েছে গেলো দু’ মাসে। তবে করোনা সংক্রমণ বেড়ে চলায় আবারও প্রভাব পড়তে পারে শ্রমবাজারে এমন আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version