Site icon Jamuna Television

বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার, যশোর
বেনাপোলের ধান্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
নিহত রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের ছেলে।

নিহতের শরীরে গুলির চিহৃ রয়েছে বলে বিজিবি জানায়। সীমান্তের ২৬ মেইন পিলারের অদূরে তার লাশটি পাওয়া যায়।

৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে রিয়াজুলকে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ এর একটি টহল দল গুলি করে হত্যা করে লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়।

সকালের দিকে মাঠে কাজ করতে গিয়ে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Exit mobile version