Site icon Jamuna Television

জিলহজের চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদ

আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে আবহাওয়া অধিদফতরও জানিয়েছে, বাংলাদেশের আকাশে আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখা কমিটির অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

/কিউএস

Exit mobile version