Site icon Jamuna Television

মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয়তা

আবারও নাটকীয় মোড় নিলো মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের ৩ বিচারপতি রাজবন্দিদের মুক্তি দিতে এর আগে দেয়া আদেশ বাতিল ঘোষণা করেন।

সবশেষ সুপ্রিম কোর্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের শঙ্কার কথা বিবেচনা করে বাতিল করা হলো আগের রায়। এর ফলে এখনই ছাড়া পাচ্ছেন না ৯ রাজবন্দি।

জাতির উদ্দেশ্যে দেয়া প্রেসিডেন্টের ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই এই অবস্থানের কথা জানান বিচারপতিরা। ধারণা করা হচ্ছে গ্রেফতার এড়াতেই এই রায় দিলেন তারা। কারণ সাবেক প্রেসিডেন্ট নাশিদের পক্ষে রায় দেয়ায় গ্রেফতার করা হয়েছে প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও আরেক বিচারপতি আলি হামেদকে। গেল শুক্রবার রাজবন্দিদের মুক্তি ও উৎখাত হওয়া ১২ বিরোধী আইনপ্রণেতাদের পুনর্বহালের নির্দেশ দেয়ার পর থেকেই উত্তেজনা চলছে দ্বীপ দেশটিতে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version