Site icon Jamuna Television

নীলফামারীতে রিক্সা উল্টে নদীতে, ২ শিশু নিখোঁজ

ঝুঁকিপূর্ন বেইলী সেতু

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা নদীর উপর ঝুঁকিপূর্ন বেইলী সেতু পারাপারারে সময় রিক্সা উল্টে নদীতে পড়ে যায় দাদীসহ ৩ নাতি-নাতনী। স্থানীয়রা দাদী রওশন আরা ও ১০ বছর বয়সী নাতী লিপুকে উদ্ধার করতে পারলেও অপর ২ শিশু এখনও নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার দুপুরে পাঙ্গা নদীতে দুর্ঘটনা ঘটে। নিখোজ শিশু ২টি হলো শিশু মনি ও মনোয়ার হোসেন। ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ শিশু দু’টিকে উদ্ধারের কাজ করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, ডোমারের জোড়াবাড়ী এলাকার আত্মীয়র জানাযার নামাজে অংশ নেয়ার জন্য তারা উত্তর গোমনাতী গ্রামে যায়। সেখান থেকে রিক্সাযোগে ফেরার পথে পাঙ্গা নদীর বেইলী ব্রিজের পাটাতনে ভ্যানের চাকা আাটকে গেলে তারা ছিটকে নদীতে পড়ে যায়।

তবে রংপুর থেকে ডুবুরী দল এলে উদ্ধার তৎপরতা জোরদার করা হবে বলে জানান ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন।

Exit mobile version