Site icon Jamuna Television

নিজের বিয়েরই লাইভ কভারেজ করলেন ‘সাংবাদিক’ বর!

‘‘আজ আপনার সঙ্গে আমার বিয়ে, আপনি এই বিষয়ে কী বলবেন?’’ বিয়ের আসরে সেজেগুজে কনেকে প্রশ্ন করছেন রিপোর্টার।  কি শুনতে কেমন কেমন লাগছে। হ্যা, টিভি রিপোর্টারই স্বয়ং বর। আর তিনি নিজের বিয়েরই লাইভ কভারেজ করেছেন নিজের টিভিতে। এরকম ঘটনা ঘটেছে পাকিস্তানে।

বেশ কয়েকবছর ধরে প্রেম করার পর বিয়ে করেন পাকিস্তানি চ্যানেল সিটি-৪১ এর সাংবাদিক হান্নান বুখারি। নিজের বিয়েরই লাইভ কভারেজ করেন টিভিতে নিজেই। বুখারি রীতিমতো ইন্টারভিউ নেন নিজের স্ত্রী, শাশুড়ি, মা সহ বাড়ির অন্যান্য আত্মীয়দের। প্রতিবেদনের শুরুতে তিনি বলেন, ‘‘আমি আজ আমার বিয়ের আসরে উপস্থিত। আমার বিয়ে হচ্ছে। আমি তো খুশিই। আমার পরিবারও খুব খুশি।’’

শুধু বিয়ের কভারেজই নয়, দামি বাইক ও স্পোর্টস কারে করে বরযাত্রীর যাওয়ার ছবিও উঠে এসেছে এই প্রতিবেদনে।

ইতিমধ্যে সেই প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

Exit mobile version