Site icon Jamuna Television

যশোরে ১ লাখ আমেরিকান ডলারসহ আটক তিন

আটক মো. শাহ আলম, মাসুদ রানা ও জাকির হোসেন

স্টাফ রিপোর্টার:

যশোরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ ৩ জনকে আটক করেছে যশোর বিজিবি’র ৪৯ ব্যাটেলিয়নের এর একটি টহল দল।

যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবত যশোর বেনাপোল রোডে চোরাচালানী কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ৩টার দিকে যশোর বিজিবির বিশেষ দল বেনাপোল সীমান্ত হতে যশোর ঢাকাগামী একটি প্রাইভেটকারবাহী চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ প্রাইভেটকার উদ্ধার করা হয়।

জব্দ ডলারের মূল্য বাংলাদেশি টাকায় ১ কোটি ২২ লাখ টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করে। আটককৃতরা হলো শার্শার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরকারের পুত্র মো. শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মাসুদ রানা (২৮), ও রামচন্দ্রপুর গ্রামের গাজীপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন।

এ ব্যাপারে যশোর কোতয়ালী থানায় মামলা হয়েছে বলেও জানান যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. সেলিম রেজা।

Exit mobile version