Site icon Jamuna Television

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি করোনায় আক্রান্ত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শুক্রবার এক টুইট বার্তায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

কুরেশি তার টুইটে বলেছেন, ‘বিকেলে হালকা জ্বর অনুভব করছিলাম এবং আমি দ্রুত বাড়িতে কোয়ারেন্টাইনে চলে যাই। পরীক্ষায় কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর রহমতে আমার কোনো দুর্বলতা নেই। আমি চাঙ্গা বোধ করছি।’

এর আগে জুনের প্রথম সপ্তাহে পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা শেহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। একটি দুর্নীতির মামলার শুনানিতে তিনি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এরপর করোনায় আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

পাকিস্তানে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাড়ে চার হাজার ৫৯২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি।

Exit mobile version