Site icon Jamuna Television

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ যত খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে পাঁচটি ম্যাচ আছে। যেখানে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে তিন জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি।

রাত ৮টায় ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দেবে বোর্নমাউথকে। এই ম্যাচে রেড ডেভিলদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। অর্থাৎ মাঝমাঠে থাকছে পগবা ও ফার্নান্দেস জুটি। আক্রমণে মার্শিয়ালের সঙ্গি গ্রীনউড।

রাত সাড়ে ১০টায় আর্সেনাল আতিথ্য নেবে উলভার হ্যাম্পটনের। লিগ টেবিলে ৮ নম্বরে থাকা গানারদের চেয়ে দুই ধাপ এগিয়ে উলভসরা। জয় পেতে কঠিন পরীক্ষা দিতে হবে আর্তেতা শীষ্যদের। এই ম্যাচে লম্বা ইনজুরি কাটিয়ে ফিরছেন গানারদের উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস টরেরা।

আর রাত ১টায় জয়ের ধারায় ফেরার লড়াইয়ে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে চেলসি। চোটের কারণে মিডফিল্ডার কোভ্যাসিচের সার্ভিস পাবেনা ব্লুরা।

Exit mobile version