Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত অভিনেত্রী লকেট

করোনায় আক্রান্ত অভিনেত্রী লকেট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপির লোকসভার সদস্য লকেট চ্যাটার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহ ধরে জ্বর থাকার পর তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এক টুইট বার্তায় শুক্রবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

অভিনেত্রী তার টুইটে লিখেছেন, হালকা জ্বর রয়েছে। গত এক সপ্তাহ ধরে সেল্ফ আইসোলেশনে ছিলাম। আজ সকালে আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এবং সবশেষ তিনি লিখেছেন, ‘অল ইজ ওয়েল’।

তবে এর আগে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা-নেত্রীরা। কিছুদিন আগে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফলতার তৃণমূল জনপ্রিয় বিধায়ক তমোনাশ ঘোষ। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তবে তিনি সুস্থ রয়েছেন।

Exit mobile version