Site icon Jamuna Television

মাঠের বাইরে হারিসের ভিন্ন রকম ‘হ্যাট্রিক’

করোনায় ‘হ্যাট্রিক’ করলেন পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ। টানা তৃতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ শনাক্ত হয়েছেন এই পেসারের।

জানা গেছে, তৃতীয় দফায়ও করোনা পজেটিভ এসেছে হারিসের। তবে, তরুণ ব্যাটসম্যান হায়দার আলী ও পেসার ইমরান খানের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই অন্যান্য সব খেলোয়াড় থেকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে হারিসকে।

ওদিকে বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টির পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। জানা গেছে, শনিবার লাহোরে হায়দার ও ইমরানের সঙ্গে ফের পরীক্ষা করা হবে কাশিফের। যদিও আগের পরীক্ষায় নেগেটিভ এসেছিল তার। আর ফলাফল ফের নেগেটিভ আসলেই এই তিন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠাবে পিসিবি।

Exit mobile version