Site icon Jamuna Television

চীন-ভারত সংঘর্ষ নিয়ে অজয়ের সিনেমা

চীন-ভারত সংঘর্ষ নিয়ে অজয়ের সিনেমা

নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউডের অভিনেতা-প্রযোজক অজয় দেবগন। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর চীনের আক্রমণ নিয়ে এ সিনেমার গল্প লেখা হচ্ছে। তবে এখনো নাম ঠিক হয়নি। খবর আইএএনএস।

সংবাদসংস্থাটি জানায়, উপত্যকায় ভারতীয় ২০ সেনার নিহতের ঘটনাকে দেশের জন্য আত্মত্যাগ হিসেবে সিনেমাটিতে চিত্রায়িত হবে। তবে এটি পরিষ্কার নয় যে, অজয় অভিনয় করবেন কি না। এখন সিনেমাটির কলাকুশলী চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে। অজয় দেবগনের এফ ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করছে সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।

Exit mobile version