Site icon Jamuna Television

তুরস্কে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

তুরস্কে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

তুরস্কে আতশবাজির কারখানায় দফায় দফায় বিস্ফোরণে আটকা পড়েছে প্রায় ২’শ শ্রমিক। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হেন্দেকে এ ঘটনায় মারা গেছেন কমপক্ষে দু’জন। আহত হয়েছেন ৭৪ জন। এদিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েক কিলোমিটার দূর থেকেও।

স্থানীয় গভর্নর জানান, ঘটনাস্থালে কাজ করছে ফায়ারসার্ভিস। তবে ভবন পর্যন্ত পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনার সময় সেখানে কমপক্ষে ১৮৯ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ৮৫টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয় বলে টুইটারে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোসা।

Exit mobile version