Site icon Jamuna Television

ট্রাম্পের ছেলের বান্ধবী করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গার্লফ্রেন্ডের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়ট যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে আসে বলে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর পরই আইসোলেশনে চলে গেছেন ৫১ বছর বয়সী কিম্বার্লি। প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে যারা আসেন তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কি-না তা যাচাইয়ে রুটিন টেস্টের সময় তার শরীরে করোনা শনাক্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কিম্বার্লির কোভিড-১৯ পজেটিভ আসলেও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। আর পূর্ব সতর্কতার অংশ হিসেবে কিম্বার্লি আসন্ন সব ইভেন্ট বাতিল করবেন বলা হয়েছে।

Exit mobile version