Site icon Jamuna Television

সুনামগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

সুনামগঞ্জের পাগলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলার অদূরে সদরপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া যুগান্তরকে জানান, দুপুর ১২টার দিকে পাগলার অদূরে সদরপুর ব্রিজের কাছে ওই প্রাইভেটকারের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই প্রাইভেটকারের পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Exit mobile version