Site icon Jamuna Television

এবার করোনা ঠেকাতে স্বর্ণের মাস্ক!

ছবি: সংগৃহীত

করোনার হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞরা মুখে মাস্ক পরতে বলেছেন। মাস্ক পরলে এর বিস্তার কম হয়। ফলে বিশ্বের অনেক দেশ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

ভারতের পুনের এক ব্যক্তি করোনা থেকে বাঁচতে স্বর্ণের মাস্ক পরা শুরু করেন। শংকর কুরাদে নামের ওই ব্যক্তি নিজের জন্য স্বর্ণের যে মাস্কটি বানিয়েছেন সেটির দাম ২ লাখ ৮৯ হাজার রুপি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ওই মাস্ক সম্পর্কে শংকর বলেন, এটি একটি পাতলা মাস্ক। এতে বেশকিছু ছিদ্র থাকায় নিঃশ্বাস নিতে সমস্যা হয় না। তবে এই মাস্ক করোনার ক্ষেত্রে কার্যকর কিনা তা নিয়ে নিজেই সন্দিহান শংকর।

এছাড়া ওই ব্যক্তি স্বর্ণের মোটা চেইন ও হাতে আংটিও পড়েছেন। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই এমন মাস্ক কিনতে আগ্রহ দেখান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এনডিটিভি জানায়, শংকর কুরাদের এমন ছবি টুইট করেছে সংবাদ সংস্থা এএনআই। ওই ছবিটি ২৬২ বার রিটুইট করা হয়েছে এবং এতে ১ হাজারেরও বেশি লাইক পড়েছে। তার ছবিটি দেখে অনেকেই অনেক মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে একজন তাকে কটাক্ষ করে লিখেছেন, এমন আজব ঘটনা কেবল ভারতেই ঘটতে পারে।

ইউএইস/

Exit mobile version