Site icon Jamuna Television

বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেখ আশরাফ আলী আহসান উল্লাহ (৬৯) মারা গেছে।

নিহত শেখ আশরাফ নড়াইলের নড়াগাতী থানার দুলালগাতী গ্রামের মৃত আলাল উদ্দিন শেখের ছেলে।

কাশিমপুর কারাগার-২ এর জেলার বাহারুল আলম জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহে ঢাকার নিউ মার্কেট থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেখ আশরাফ আলী আজ ভোরে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে কারাগার হাসপাতালে নেয়া হয়।

পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version