Site icon Jamuna Television

জাপানের কিয়োসু দ্বীপে বন্যা ও ভূমিধসে নিহত ১৭

জাপানের কিয়োসু দ্বীপে প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণ হারালেন ১৭ জন; নিখোঁজ আরও ৯ বাসিন্দা। অঞ্চলটিতে সর্বোচ্চ সর্তকতা জারি করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুমামোতো ও কাগোশিমা এলাকা। সেখানকার, বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম ভেঙ্গে পড়েছে ভূমিধসে। সেখানেই, বেশিরভাগ হতাহত হয়েছেন। দুর্গত এলাকাগুলো থেকে ৭৫ হাজারের বেশি মানুষকে অবিলম্বে সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন ১০ হাজারের মতো সেনা সদস্য।

এরইমাঝে, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ৮ হাজারের মতো ঘরবাড়ি ও স্থাপনায়। দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, বেশ কয়েকদিনের টানা ও ভারী বৃষ্টিপাত থেকেই প্রবল বন্যা। পূর্বাভাস, রোববার আরও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। যা আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

Exit mobile version